17183

07/08/2025 ঐশ্বরিয়া মা হিসেবে কেমন— জানালেন অভিষেক

ঐশ্বরিয়া মা হিসেবে কেমন— জানালেন অভিষেক

বিনোদন ডেস্ক

১৪ ডিসেম্বর ২০২৩ ১৩:১৯

দীর্ঘদিন এক ছাদের নিচে আছেন অভিষেক-ঐশ্বরিয়া। এ দম্পতির একমাত্র কন্যাসন্তান আরাধ্যও এখন বেশ বড়। সম্প্রতি গুঞ্জন উঠেছে ভাঙনের মুখে তাদের ঘর। বলিউডের সবচেয়ে চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে এটি।

সূত্রের খবর, শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে বনিবনা হচ্ছে না বচ্চন বধূর। সেই জন্যই নাকি অ্যাশ-অভিষেকের মধ্যে সমস্যা আরও জটিল হয়েছে। যদিও এ প্রসঙ্গে ঐশ্বরিয়া বা অভিষেক কোনও বিবৃতি দেননি। এদিকে ২০১৭ সালে মুখ খুলেছিলেন অভিষেক। মা হিসেবে ঐশ্বরিয়া কেমন— জানিয়েছিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমকে অভিষেক বলেন, ‘‘মা হিসেবে ঐশ্বরিয়া শ্রেষ্ঠ, আমার চোখে ও ‘সুপারমম’। আরাধ্যার জন্মের পর থেকে গোটা সময়টা মেয়েকেই দিয়েছে। একটা দিনের জন্য কোনও অভিযোগ করতে শুনিনি। তবে মেয়ে হওয়ার পর যখন ওর বেশ কিছুটা ওজন বৃদ্ধি পায়। সেই সময় লোকের কটু কথা শুনলে আমার খারাপই লাগত।’’

সব জায়গায় মায়ের হাত ধরে থাকতে দেখা যায় আরাধ্যকে। ছোটবেলা থেকে সারাক্ষণ মায়ের সঙ্গে সে। আরাধ্যর জন্মের পর কাজ কমাতে শুরু করেন ঐশ্বরিয়া। তারপর থেকে আর নিয়মিত হননি চলচ্চিত্রে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com