17192

09/22/2024 কিউইদের হারানোর পর যা বললেন রিশাদ

কিউইদের হারানোর পর যা বললেন রিশাদ

ক্রীড়া ডেস্ক

১৪ ডিসেম্বর ২০২৩ ১৬:০২

বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে বাংলাদেশ। টাইগাররা এরপরই উড়াল দিয়েছে কিউইদের আতিথেয়তা নিতে। সেখানে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে লাল-সবুজের দল। এর আগে আজ নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল লিটন-সৌম্যরা। যেখানে আগে ব্যাট করতে নেমে রিশাদ হোসেনের দুর্দান্ত ৮৭ রানের ইনিংসে ৩৩৪ রানের বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশ। আর পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিকদের রিশাদের স্পিন ঘূর্ণি ৩০৮ রানেই থামিয়ে দেয়। ফলে ২৬ রানের জয় পায় সফরকারীরা।

ব্যাট হাতে ৫৪ বলে ৮৭ রানের ঝড়ো ইনিংস খেলার পর বল হাতে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে সামনে থেকে টেনেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। অলরাউন্ড পারফরম্যান্সের পর রিশাদ শুনিয়েছেন কিউইদের বিপক্ষে তাঁর সফলতার কথা।

ম্যাচ শেষে রিশাদ বলেন, 'প্রথমত ঠান্ডা কন্ডিশন, আমরা দুই-তিন দিন আগে এসে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। প্রস্তুতি ম্যাচ যখন শুরু করেছি তখন চিন্তা ছিল যে, আবহাওয়া অনেক ঠান্ডা এসব মাথায় ছিল না।'

'চেষ্টা করছি যে, মানিয়ে নেওয়ার জন্য আর ব্যাটিংয়ের ক্ষেত্রে বলব যে, অনেকদিন পর দীর্ঘ সময় ব্যাটিং করার সুযোগ পেয়েছি। চেষ্টা করেছি উইকেটে থেকে রান করার।'

রিশাদ আরও বলেন, 'ঠান্ডা কন্ডিশন তো চেষ্টা করেছি সবসময় নিজেকে গরম রাখার। যখন তখন বোলিং করতে হবে সেটা মাথায় ছিল। সবকিছু মিলিয়ে প্রস্তুত ছিলাম। ঠান্ডার কারণে একটু অস্বস্তি অনুভব হয়েছিল কিন্তু সবকিছু ঠিক আছে।'

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]