17223

01/13/2026 উন্মুক্ত বক্ষের ছবি প্রকাশ করে যে বার্তা দিলেন উরফি

উন্মুক্ত বক্ষের ছবি প্রকাশ করে যে বার্তা দিলেন উরফি

বিনোদন ডেস্ক

১৬ ডিসেম্বর ২০২৩ ১০:২৬

নিয়মিত অর্ধনগ্ন ছবি প্রকাশ করে নিয়মিত খবরের শিরোনাম হন উরফি জাভেদ। এ নিয়ে কম সমালোচনার শিকার হন না তিনি। যদিও সেসবে তিনি তোয়াক্কা করেন না। বরং সেসব সমালোচনায় অনুপ্রাণিত হয়ে আরও বেশি খোলামেলা ছবি প্রকাশ করেন।

এবারও তার ব্যতিক্রম হয়নি। ইনস্টাগ্রামে নিজের উন্মুক্ত বক্ষের ছবি দিয়েছেন উরফি। সেখানে দেখা গেছে, দু হাতে লজ্জা নিবারণের চেষ্টা করেছেন তিনি। তার শরীরজুড়ে লিপস্টিক মাখা চুম্ববনের চিহ্ন। ক্যাপশনে লিখেছেনছেন, শিগগিরই আমার অ্যাকাউন্টটি মুছে দিচ্ছি।

এদিকে উরফির আলোচনায় থাকার প্রধান মাধ্যম নেট দুনিয়া। তাই তার এমন ঘোষণা অবিশ্বাস্য লাগছে অনেকের কাছে। অনেকের ধারণা এটিও তার আলোচনায় থাকার একটি কৌশল। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু লেখেননি বিতর্কিত এই বলিউড তারকা।

এর আগে স্বল্প পোশাক পরার কারণ হিসেবে উরফি বলেছিলেন ‘এবারের শীতে আমি পা ঢাকা উলের জামা-কাপড় পরেছিলাম, তারপরেই অ্যালার্জি শুরু হয়ে যায়। এই কারণেই আমি বেশি পোশাক পরতে চাই না। পোশাক আমার জন্য না। পোশাক পরলেই আমার শরীরে অ্যালার্জি হয়।’

উরফির এমন খোঁড়া যুক্তিতে হেসেছিলেন নেটিজেনরা। বরাবরের মতো হচ্ছিলেন ট্রোলের শিকার। তারা ধরেই নিয়েছিলেন, মেয়েটার মাথা বুছি গেছে! এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। মন্তব্যের ঘরে তিরস্কার রেখে যাচ্ছেন অনেকে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]