17253

01/13/2026 কনসার্টে শ্রোতার দিকে মাইক্রোফোন ছুড়লেন অরিজিৎ!

কনসার্টে শ্রোতার দিকে মাইক্রোফোন ছুড়লেন অরিজিৎ!

বিনোদন ডেস্ক

১৭ ডিসেম্বর ২০২৩ ০৯:০৩

অরিজিৎ সিং মানেই সুরের মূর্ছনা। সুর দিয়ে শ্রোতাদের মুগ্ধ করা সেই অরিজিৎ এবার মঞ্চে ঘটিয়ে বসলেন এক কাণ্ড। কনসার্টের মাঝেই গান থামিয়ে নিজের হাতে থাকা মাইক্রোফোন শ্রোতার দিকে ছুড়ে মারলেন। না, রেগে গিয়ে তিনি এই কাজ করেননি। শ্রোতার সঙ্গে কানেক্ট করতে এই কাজ করেছেন অরিজিৎ।

অরিজিতের হাত থেকে মাইক পেয়ে তাঁর উৎসাহেই গাইতে শুরু করেন শ্রোতা। বাকিরাও তাঁর সঙ্গে কণ্ঠ মেলান। সোশাল মিডিয়া মারফতই প্রকাশ্যে এসেছে ভিডিও।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘ভিডিওটি অরিজিতের গুয়াহাটি কনসার্টের। টলিউড-বলিউডের প্লে-ব্যাকের পাশাপাশি দেশ-বিদেশে কনসার্ট করে বেড়ান অরিজিৎ। তাঁর সুরের টানেই কনসার্টে ভিড় করেন হাজার হাজার মানুষ। নিজের মতো করে অনুরাগীদের মনোরঞ্জন করেন অরিজিৎ। হাতে গিটার নিয়ে একের পর এক গান গাইতে থাকেন।

আবার গানের মাঝেই এমন নানা কাণ্ড অরিজিৎ ঘটিয়ে থাকেন। কখনও অনুরাগীদের আনা উপহার চেয়ে নেন। তা আবার মঞ্চে তুলে ধরে সকলকে দেখান। কখনও গান বন্ধ করে অনুরাগীর ছুড়ে দেওয়া কাগজ বা টি-শার্টে অটোগ্রাফ দিয়ে দেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]