17276

04/22/2025 কাশ্মিরের গুলমার্গে তাপমাত্রা মাইনাস ৮ ডিগ্রি 

কাশ্মিরের গুলমার্গে তাপমাত্রা মাইনাস ৮ ডিগ্রি 

আন্তর্জাতিক ডেস্ক

১৮ ডিসেম্বর ২০২৩ ১২:৩৬

ভারতশাসিত কাশ্মিরের তাপমাত্রা নেমেছে মাইনাসে। আর উপত্যকাটির গুলমার্গে তাপমাত্রা নেমেছে মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াসে। এটি চলতি মৌসুমে ওই এলাকায় রেকর্ড হওয়া সর্বনিম্ন তাপমাত্রা।

এই পরিস্থিতিতে গুলমার্গে আটকে পড়া ৬১ পর্যটককে উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী। ব্যাপক তুষারপাতের জেরে তারা সেখানে আটকে পড়েছিলেন।

ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং পিটিআইয়ের বরাত দিয়ে পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মিরের উত্তরাঞ্চলীয় গুলমার্গ মৌসুমের সবচেয়ে ঠান্ডা রাত মাইনাস আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। তবে মেঘলা অবস্থার কারণে শ্রীনগর শহর তুলনামূলক উষ্ণ রাত পার করেছে বলে কর্মকর্তারা সোমবার বলেছেন।

আর দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগ জেলার পাহালগামে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৫.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অবশ্য রোববার রাতে শ্রীনগর শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৫ ডিগ্রি সেলসিয়াস।

কাজিগুন্ডে সর্বনিম্ন ০.৮ ডিগ্রি সেলসিয়াস, কোকেরনাগে ১.১ ডিগ্রি সেলসিয়াস এবং কুপওয়ারা মাইনাস ২.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদরা উপত্যকায় আগামী কয়েকদিন সাধারণত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছেন।

এদিকে উত্তর কাশ্মিরের গুলমার্গে আটকে থাকা ৬১ জন পর্যটককে ভারতীয় সেনাবাহিনীর চিনার ওয়ারিয়র্স উদ্ধার করেছে। শনিবার ওই এলাকায় অবিরাম তুষারপাতের পর নারী ও শিশুসহ ওই পর্যটকরা আটকে পড়েন।

ভারতীয় সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তুষারপাতের কারণে তাপমাত্রা কমে যাওয়ায় পর্যটকরা আটকে পড়েন। সেনা জওয়ানরা তাদের কষ্ট কমাতে গরম করার ব্যবস্থা, ঘুমানোর ব্যাগ এবং গরম খাবার সরবরাহ করেন।

মূলত ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের গুলমার্গ অঞ্চলটি একটি বিশ্ব-বিখ্যাত পর্যটন গন্তব্য। গত শনিবার নতুন করে তুষারপাতের পর জায়গাটি শীতের ওয়ান্ডারল্যান্ডে পরিণত হয়েছে। খবরে বলা হয়েছে, তুষারপাতের কারণে এলাকার বেশ কয়েকটি রাস্তাও অবরুদ্ধ হয়ে পড়েছে।

উল্লেখ্য, চিনার ওয়ারিয়র্স ভারতীয় সেনাবাহিনীর এক্সসি কর্পসের একটি অংশ, যা চিনার কর্পস নামে পরিচিত। কাশ্মির উপত্যকায় সামরিক অভিযান চালানোর দায়িত্ব তাদের। এছাড়া প্রতিবেশী পাকিস্তান ও চীনের সাথে অতীতের সকল সামরিক সংঘর্ষেও অংশ নিয়েছে তারা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]