17461

04/22/2025 বড়দিন উপলক্ষে হাজারেরও বেশি কয়েদিকে মুক্তি দিল শ্রীলঙ্কা

বড়দিন উপলক্ষে হাজারেরও বেশি কয়েদিকে মুক্তি দিল শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

২৫ ডিসেম্বর ২০২৩ ১২:৫২

খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে দেশের বিভিন্ন কারাগার থেকে ১০০৪ জন কয়েদিকে মুক্তি দিয়েছে শ্রীলঙ্কার সরকার। রাজধানী কলম্বোর প্রধান কারাগারের প্রিজন কমিশনার গামিনি দিশানায়েকে বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দিশানায়েকে বলেছেন, বিভিন্ন অপরাধে এই কয়েদিদের কারাবাস এবং জরিমানা— উভয় দণ্ড দণ্ডিত করা হয়েছিল। তারা কারাবাসের মেয়াদ পূর্ণ করলেও জরিমানার অর্থ পরিশোধ করতে পারছিলেন না।

বৌদ্ধ অধ্যুষিত দেশ শ্রীলঙ্কার প্রধান ধর্মীয় উৎসবের নাম বুদ্ধ জয়ন্তি বা ভেসাক, বাংলা ভাষায় যেটি বুদ্ধ পূর্নিমা নামে পরিচিত। বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, এই দিনে এই ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ বিশ্বে জন্মেছিলেন, বোধিপ্রাপ্ত হয়েছিলেন এবং পরলোক গমন করেছিলেন।

চলতি বছরের ভেসাক উৎসবের সময়েও ১ হাজারের বেশি কয়েদিকে কারামুক্ত করা হয়েছিল বলে জানিয়েছেন দিশানায়েকে।

এদিকে সম্প্রতি দেশজুড়ে মাদকবিরোধী অভিযান শুরু করেছে শ্রীলঙ্কার পুলিশ ও সেনার যৌথ বাহিনী। এক সপ্তাহ ধরে অভিযান চালিয়ে মাদকাসক্তি, মাদক ব্যবসা পাচারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ১৩ হাজার ৬৬৬ জন মানুষকে গ্রেপ্তারও করা হয়েছে।

বড় দিন উপলক্ষে আপাতত স্থগিত করা হয়েছে সেই অভিযান।

প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশের মতো শ্রীলঙ্কার কারাগারগুলোতেও ধারণক্ষমতার তুলনায় কয়েদির সংখ্যা অনেক বেশি। রাজধানী কলম্বোর কারাগারের ধারণক্ষমতা ১১ হাজার, কিন্তু বর্তমানে সেখানে রয়েছেন অন্তত ৩৩ হাজার বন্দি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]