17491

04/20/2025 রাজধানীতে পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীতে পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক

২৬ ডিসেম্বর ২০২৩ ১১:২২

রাজধানীর খিলগাঁওয়ে পিকআপ ভ্যানের চাপায় মিরাজুল ইসলাম রাতুল (২৬) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মেরাদিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

পথচারীদের বরাত দিয়ে হাসপাতাল সূত্র জানিয়েছে, মিরাজুলকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিয়ে বেশকিছু দূর টেনে নিয়ে যায়। এতে মিরাজ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে পিকআপটি সেখান থেকে দ্রুত সরে পড়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মিরাজুলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার বিষয়টি খিলগাঁও থানার পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনা তদন্ত করবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]