1757

09/20/2024 কলকাতার সাবেক মেয়র মন্ত্রী ফিরহাদ হাকিম আটক

কলকাতার সাবেক মেয়র মন্ত্রী ফিরহাদ হাকিম আটক

আন্তর্জাতিক ডেস্ক

১৭ মে ২০২১ ১৬:৫৭

কলকাতার সাবেক মেয়র, তৃণমূলের বিধায়ক এবং মন্ত্রী ফিরহাদ হাকিমকে আটক করেছে সিবিআই। সোমবার (১৭ মে) সকালে তার বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। সকাল ৯টা নাগাদ তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

আটক অবস্থায় বাড়ি থেকে বের হতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, আমাকে গ্রেপ্তার করা হলো নারদ মামলায়। সিবিআই গ্রেপ্তার করল।

আজ সোমবার সকালেই মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কিছুদিন আগেই নারদ মামলায় চার্জশিট গঠনের অনুমতি দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেই মামলার সূত্রেই সিবিআই কর্মকর্তারা কার্যক্রম শুরু করেছেন বলে শোনা যাচ্ছে। যদিও সিবিআই-এর পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।

ফিরহাদকে বাড়ির বাইরে নিয়ে যেতেই তার সমর্থকরা স্লোগান দিতে থাকেন। তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর কথা কাটাকাটিও হয়। পরে ফিরহাদ তাদের শান্ত করেন।

সূত্র: এনডিটিভি

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]