1762

04/02/2025 নাম্বার ওয়ানকে হারিয়ে চ্যাম্পিয়ন নাদাল

নাম্বার ওয়ানকে হারিয়ে চ্যাম্পিয়ন নাদাল

ক্রীড়া ডেস্ক

১৭ মে ২০২১ ১৮:৩১

আরও একবার নিজেকে ক্লে কোর্টের রাজা হিসেবে প্রমাণ করলেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল।

ইতালিয়ান ওপেনের রোম মাস্টার্সে টেনিসের বর্তমান সময়ের নাম্বার ওয়ান তারকা নোভাক জকোভিচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন নাদাল।

রোববার (১৬ মে) রাতে সেন্টার কোর্টে হওয়া ফাইনাল ম্যাচে ৭-৫, ১-৬ ও ৬-৩ গেমে জকোভিচকে হারান নাদাল।

প্রথম সেটে লড়াইটা ছিল বেশ উপভোগ্য। হাড্ডাহাডি লড়াইয়ের প্রথম সেট ৭-৫ গেমে নিজের করে নেন নাদাল।

কিন্তু দ্বিতীয় সেটে মনে হচ্ছিল নাদাল পরিশ্রান্ত লাগছিল। জকোভিচের কাছে পাত্তাই পাননি তিনি। ৬-১ গেমে সেট নিজের করে নেন জকোভিচ।

কিন্তু তৃতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান নাদাল। ৬-৩ গেমে জেতেন নাদাল, শিরোপার স্বাদ নেন।

এই নিয়ে জকোভিচের সঙ্গে মুখোমুখি ৫৭ বারের দেখায় ২৮তম জয় পেলেন নাদাল। এখনও একটি জয় বেশি রয়েছে জকোভিচের।

এ নিয়ে ক্যারিয়ারের ৬২তম শিরোপা জিতলেন এই টেনিস তারকা।

সবমিলিয়ে তার ক্যারিয়ারের ৮৮তম এটিপি ট্যুর শিরোপা এটি। আর রোম মাস্টার্সে রেকর্ড দশম শিরোপা জিতলেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]