17853

04/09/2025 বাবার বিয়েতে দেখা, এরপর রাভিনা কন্যার সঙ্গে প্রেম আরবাজ পুত্রের

বাবার বিয়েতে দেখা, এরপর রাভিনা কন্যার সঙ্গে প্রেম আরবাজ পুত্রের

বিনোদন ডেস্ক

৪ জানুয়ারী ২০২৪ ১৫:১৩

সম্প্রতি বিয়ে করেছেন সালমান খানের ভাই আরবাজ খান। অভিনেতার বিয়ের পরেই শোনা যাচ্ছে, তার একমাত্র ছেলে আরহান খানও নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন।

সেটাও বলিউডের বাইরের কারো সঙ্গে নয়, আরহানের প্রেমের গুঞ্জন উঠেছে অভিনেত্রী রাভিনা ট্যান্ডেনের মেয়ে রাশা থাডানির সঙ্গে। আরবাজ খানের বিয়েতে হাজির ছিলেন রাভিনা ও তার মেয়ে রাশা। সেখানেই একসঙ্গে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায় রাশা ও আরহানকে।

এরপর এবার এই দুই তারকা সন্তানকে দেখা গেল মুম্বাইয়ের রাস্তায় একসঙ্গে ঘুরে বেড়াতে। সেই ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যেখানে সাদা টি-শার্ট ও বাদামী ট্রাউজার্সে দেখা গেছে আরহানকে। অন্যদিকে, ডেনিম জিন্সের সঙ্গে একটা কালো অফ-শোল্ডার টপে ছিলেন রাশা।

একসঙ্গে বের হয়ে পাপারাজ্জিদের ক্যামেরা থেকে রেহাই পায়নি এই জুটি। তাদের ফ্রেমে ঠিকই ধরা পড়েন গাড়িও ওঠার সময়। আরহানকে সামনের সিটে ও রাশাকে গাড়ির পিছনের সিটে উঠে বসতে দেখা যায়।

এদিকে কেউ কেউ বলছেন আরহান ও রাশার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও থাকতে পারে, সব সম্পর্কই যে প্রেম এমনও কিন্তু নয়। তবে একদল মনে করছেন, যেহেতু আরবাজ রাভিনা ট্যান্ডনের মেকআপ আর্টিস্টকে বিয়ে করেছেন, সেই সুবাদেই কাছাকাছি আসার সুযোগ পেয়েছেন আরহান ও রাশা। যার কারণেই একসঙ্গে সময়গুলো উপভোগ করছেন এই তারকা পুত্র-কন্যা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]