1801

03/13/2025 জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব লিখিত পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব লিখিত পরীক্ষা স্থগিত

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

১৮ মে ২০২১ ২১:৩২

আগামী ২৪ মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় সব লিখিত পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) দুপুর ২টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, কোভিড পরিস্থিতি বিবেচনায় নিয়ে সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। সব লিখিত পরীক্ষার সংশোধিত সময়সূচি পরে সবাইকে জানানো হবে।

উল্লেখ্য, ২৪ মে থেকে অনুষ্ঠেয় অনার্স চতুর্থ বর্ষের মৌখিক পরীক্ষা অন-লাইনে জুম অ্যাপের (ZOOM APP) মাধ্যমে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠিত হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]