18032

04/23/2025 নতুন খবর দিলেন জায়েদ খান

নতুন খবর দিলেন জায়েদ খান

বিনোদন ডেস্ক

৯ জানুয়ারী ২০২৪ ১৫:৩৫

ঢালিউডে সব সময় আলোচনায় থাকাদের মধ্যে অন্যতম হচ্ছেন নায়ক জায়েদ খান। তিনি সব সময় আলোচনায় থাকতে পছন্দ করেন। গত বছর কোনো সিনেমা মুক্তি না পেলেও চলতি বছর মুক্তি পেতে পারে তার নতুন ছবি।

জায়েদ খান বিভিন্ন সময় ডিগবাজি দিয়ে ভাইরাল হয়েছেন। তবে চলতি বছরের শুরুতে জানা গেল জায়েদ খানের নতুন সিনেমার খবর। ‘সোনার চর’ নামের একটি সিনেমা সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে- চলতি বছরে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে পারে।

গত ৮ জানুয়ারি সিনেমাটি সেন্সর বোর্ডে ছাড়পত্রের জন্য জমা পড়েছে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক জাহাঙ্গীর সিকদার নিজেই।

‘সোনার চর’ সিনেমা প্রসঙ্গে জায়েদ খান বলেন, আমার ক্যারিয়ারে সবচেয়ে বেশি শ্রম দেওয়া সিনেমা ‘সোনার চর’। এ সিনেমায় আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটির নাম মানিক। চরিত্রের প্রয়োজনে প্রায় দুই বছর চুল কাটিনি। লম্বা সময় ধরে চুল বড় করেছি। নিজেকে ভেঙেছি, গড়েছি। এখানে বদলে যাওয়া এক জায়েদ খানকে আবিষ্কার করবেন দর্শক।

তিনি আরও বলেন, শুধু আমি নই, সিনেমার প্রতিটি চরিত্রই ইউনিক। সবাই অনেক পরিশ্রম করেছেন। পরিচালক জাহিদ হাসান ভাই নিজে খেটেছেন একটি ভালো ও উপভোগ্য সিনেমা উপহার দেওয়ার জন্য। আমরাও তার নির্দেশনায় নিরলস চেষ্টা চালিয়েছি। আর আমি একটা বিষয় লক্ষ্য করেছি ‘সোনার চর’ নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। শুটিংয়ের অনেক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এ সিনেমায় জায়েদ খান ছাড়া আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন প্রমুখ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]