1822

09/20/2024 বজ্রপাতে প্রাণ গেল ৭ জনের

বজ্রপাতে প্রাণ গেল ৭ জনের

জেলা সংবাদদাতা, নেত্রকোনা

১৯ মে ২০২১ ১৯:৪৬

নেত্রকোণার তিন উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকসহ সাত জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ মে) বিকালের দিকে কেন্দুয়া, খালিয়াজুরী ও মদন উপজেলায় এসব বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউপির বৈরাটি গ্রামের আসন খানের ছেলে বায়েজিদ (৪২), কান্দিউড়া ইউপির কুণ্ডলী গ্রামের তরব আলীর ছেলে ফজলু মিয়া (৫৫), খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর গ্রামের ছেলু ফকিরের ছেলে ওয়াছেক মিয়া (৩৫), আমীর সরকারের ছেলে বিপুল মিয়া (৩২) এবং বাতুয়াইল গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মনির হোসেন(২৮)। এছাড়া মদন উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল মন্নাফের ছেলে আতাবুর (২১) এবং আব্দুল কাদিরের ছেলে শরিফ (১৮) ।

বজ্রপাতে আহতরা হলেন মদন উপজেলার ফতেপুর গ্রামের মুসা মিয়ার ছেলে রবিন (১৫), চন্দন মিয়ার স্ত্রী সুরমা আক্তার (২২) এবং হিরন মিয়ার ছেলে রোমান (১৮)

কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান, বেলা সাড়ে ৩টার দিকে কেন্দুয়া উপজেলায় বজ্রসহ বৃষ্টি হচ্ছিল। এ সময় নিহত ওই দুই কৃষক মাঠে কাজ করছিলেন। তারা বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

খালিয়াজুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, বিকাল সোয়া ৩টার দিকে খালিয়াজুরী উপজেলাতে বজ্রসহ ভারি বৃষ্টি হচ্ছিল। এ সময় পুটিয়ার খালে ওয়াছেক, বিপুল ও মনির হোসেন মাছ ধরছিলেন। তখন বজ্রপাতে তারা ঘটনাস্থলেই মারা যান।

মদন থানার ওসি ফেরদৌস আলম জানান, বেলা ৩টার দিকে বৃষ্টিপাতের মধ্যে বাড়ির সামনের মাঠে খেলতে গিয়ে বজ্রপাতে দুইজন প্রাণ হারায় এবং অপর দুইজন আহত হয়। এছাড়া বাড়ির সামনে কাজ করার সময় বজ্রপাতে আহত হন সুরমা আক্তার।

ওসি আরও জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]