18252

07/01/2025 ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারী ২০২৪ ১১:৫৪

ঢাকা কেন্দ্রীয় কারাগারে মো. ফারুক হোসেন (৪৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ফারুক হোসেনকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. আনিস শেখ বলেন, রাত ১২টার দিকে হঠাৎ কেন্দ্রীয় কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে কারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই। তার বাবার নাম মো. সুরুজ্জামান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে কারা কর্তৃপক্ষ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]