1846

04/05/2025 সৌদির শর্তে ৫ দিন ফ্লাইট স্থগিত করল বিমান

সৌদির শর্তে ৫ দিন ফ্লাইট স্থগিত করল বিমান

নিজস্ব সংবাদদাতা

২০ মে ২০২১ ১৬:৪৬

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবগামী সব ফ্লাইট আগামী পাঁচ দিনের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) থেকে শুরু হচ্ছে পাঁচ দিন এই স্থগিতাদেশ।

সৌদি কর্তৃপক্ষের হোটেল কোয়ারেন্টাইনসহ বিভিন্ন শর্ত আরোপ করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ সিদ্ধান্ত নিয়েছে বলে বুধবার (১৯ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ মে থেকে ২৪ মে পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবগামী সব ফ্লাইট স্থগিত থাকবে। সৌদি কর্তৃপক্ষের হোটেল কোয়ারেন্টাইনসহ বিভিন্ন শর্ত আরোপের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফ্লাইট স্থগিতের এ পাঁচ দিনে যেসব যাত্রীর যাওয়ার কথা ছিল, তাদের ভ্রমণের বুকিংকৃত হোটেল বুকিং এবং পরবর্তী যাত্রার সময় নির্ধারণ করতে নিকটবর্তী যে কোনো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

আরও তথ্য জানতে বিমানের কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]