18495

04/22/2025 ঝাপোরিজঝিয়ায় একদিনে ৯৫ বার হামলা

ঝাপোরিজঝিয়ায় একদিনে ৯৫ বার হামলা

আন্তর্জাতিক ডেস্ক

২১ জানুয়ারী ২০২৪ ১৯:৫৪

ইউক্রেনের ঝাপোরিজঝিয়ার ১৬টি জায়গায় একদিনে ৯৫ বার হামলা চালিয়েছে রুশ বাহিনী। অঞ্চলটির গভর্নর ইউরি মালাশকোর বরাত দিয়ে এ তথ্য দিয়েছে কিয়েভ ইন্ডিপেনডেন্ট। খবর দ্য গার্ডিয়ান

গভর্নর বলেন, হুলিয়াপোলে আর্টিলারি গোলার কারণে ৭১ বছর বয়সি এক ব্যক্তি আহত হয়েছেন। যেখানে আবাসিক ভবন ধ্বংসের দুটি খবরও পাওয়া গেছে।

ইউক্রেনের মালা টোকমাচকা এবং রোবোটাইনে সাতটি মাল্টিপল রকেট লঞ্চার হামলার পাশাপাশি হুলিয়াপোল, ওরিখিভ, জালিজনিচনে, লুহিভস্কে, নভোয়ান্দ্রিভকা, রোবোটাইন, লেভাডনে এবং পোলতাভকায় ২৬টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

এছাড়াও নভোদোরিভকা, নোভোয়ান্দ্রিভকা, মালা টোকমাচকা, চারিভনে, শেরবাকি, হুলিয়াপোল, লবকোভ, কামিয়ানস্কে, পিয়াতিখাটকি এবং অন্যান্য বসতিতে ৬২টি আর্টিলারি শেল নিক্ষেপ করেছে রাশিয়া।

খেরসন অব্লাস্ট এর আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেকজান্ডার প্রোকুদিন বলেন, শনিবার দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে ৭৬ বার গোলাবর্ষণ করা হয়েছে। একই দিনে সুমি অঞ্চলে ৩৭ বার গোলাবর্ষণ করে রাশিয়া।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]