1895

04/19/2025 হাজীগঞ্জ বাজারে প্লাস্টিকের ডিম!

হাজীগঞ্জ বাজারে প্লাস্টিকের ডিম!

জেলা সংবাদদাতা, চাঁদপুর

২২ মে ২০২১ ২১:৩৩

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে প্লাস্টিকের ডিম নিয়ে ঘটে গেছে তুলকালাম কাণ্ড। সন্দেহজনক ওই ডিম সিলগালা করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২২ মে) হাজীগঞ্জ নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শামছুল ইসলাম রমিজ বিষয়টি নিশ্চিত করেছে।

হাজীগঞ্জ বাজারের শাহজালাল ইসলামী ব্যাংকের ম্যানেজার জসিম উদ্দিন তালুকদার জানান, গত বুধবার পৌর হকার্স মার্কেটের মাইশাস্টোর থেকে ২১টি ডিম কেনেন তিনি। পরে সে ডিম বাসায় নিয়ে রান্না করতে গেলে ডিমগুলো রাবারের মত দেখা যায়। তখন তার ডিমগুলো প্লাস্টিক বলে সন্দেহ হয়। তিনি ডিমগুলো মাইশা স্টোরে ফেরত দেন এবং স্থানীয় প্রসাশন ও সংবাদ কর্মীদের অবহিত করেন।

দোকানের মালিক ইব্রাহিম খলিল জানান, ডিমগুলো প্লাস্টিক কিনা জানি না; তবে আমি ওয়ারুক বাজার থেকে এসব ডিম এনে বিক্রি করছি।গত বৃহস্পতিবার হাজীগঞ্জ উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক শামছুল ইসলাম রমিজ ডিমগুলো জব্দ করেন। ডিমগুলোর মধ্যে কিছু সিলগালা করা হয়। তবে একটি ডিম সংরক্ষণ ও একটিকে ঢাকার মহাখালি জনস্বাস্থ্য প্রতিষ্ঠানে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]