19227

01/13/2026 একটি করে পরিবর্তন নিয়ে ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

একটি করে পরিবর্তন নিয়ে ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

ক্রীড়া ডেস্ক

৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩৩

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। দুই দল রাউন্ড রবিন লিগে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচের একাদশ থেকে বাংলাদেশ এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে।

বাংলাদেশ উমহেলার পরিবর্তে রুমা আক্তারকে একাদশে নিয়েছে। স্বাগতিক বাংলাদেশের মতো ভারতও একাদশে একটি পরিবর্তন এনেছে। শাহীনার পরিবর্তে হীনা খাতুনকে একাদশে জায়গা দিয়েছে ভারতীয় কোচ শুক্লা।

বাংলাদেশ রাউন্ড রবিন লিগ ম্যাচে ১-০ গোলে জিতেছিল। আজ ফাইনালে ভারতকে হারাতে পারলে বাংলাদেশের এই আসরের শিরোপা অক্ষুণ্ণ থাকবে। ফাইনাল উপলক্ষে গ্যালারিতে সমর্থক সংখ্যা বেড়েছে।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করবেন নতুন ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন।

বাংলাদেশ একাদশ: স্বর্ণা রাণী সরকার, আফিদা খন্দকার, রুমা আক্তার, জয়নব বিবি, সুরমা জান্নাত, মুনকি আক্তার, স্বপ্না রাণী, সাগরিকা, পুজা দাস, ইতি খাতুন ও বন্যা খাতুন।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]