19341

09/06/2025 অ্যামাজনের ২ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করলেন জেফ বেজোস

অ্যামাজনের ২ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করলেন জেফ বেজোস

অর্থনৈতিক প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি ২০২৪ ১০:২৩

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস প্রতিষ্ঠানটির প্রায় ২ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করেছেন।

বুধবার এবং বৃহস্পতিবার প্রায় ১২ মিলিয়ন শেয়ার বিক্রি করেছেন তিনি। প্রতিটি শেয়ারের দাম ১৬৮ থেকে ১৭১ ডলারের মধ্যে।

৩০ বছর আগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠাটির ৫০ মিলিয়ন শেয়ার জুলাইয়ের মধ্যে বিক্রির কথা আগেই জানিয়েছিলেন বেজোস।

ফোর্বসের হিসাবে বেজোসের সম্পদ ১৯৫ বিলিয়ন ডলারের বেশি। ওই হিসাবে তিনি বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি।

ফেব্রুয়ারির ১ তারিখে অ্যামাজন যে আর্থিক ফলাফর প্রকাশ করেছে সেখানে তারা প্রত্যাশার চেয়ে ভালো করেছে। প্রতিষ্ঠানটি ১০ বিলিয়ন ডলারের বেশি নেট প্রফিট করেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]