1939

09/20/2024 দুই পাঙাশের দাম ১৮৯০০ টাকা

দুই পাঙাশের দাম ১৮৯০০ টাকা

জেলা সংবাদদাতা, রাজবাড়ী

২৪ মে ২০২১ ১৭:৩৮

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় ১৩ কেজি ৫০০ গ্রাম ওজনের দুটি পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছ দুটি ১৮ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হয়েছে।

সোমবার (২৪ মে) সকাল ১০টার দিকে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে মাছ দুটি নিয়ে আসেন জেলে নিমাই হালদার। তার জালেই মাছ দুটি ধরা পড়ে।

জেলে নিমাই হালদার বলেন, রোববার (২৩ মে) দুপুর ১২টার দিকে চারজন মিলে পদ্মা হয়ে ঢাকা জেলার দোহার থানার জয়পাড়া এলাকায় মাছ শিকারে যাই। মাছের আশায় সারারাত সবাই জাল ফেলে সেখানে বসে থাকি। কিন্তু মাছের কোনো দেখা মেলে না।

সোমবার ভোরের দিকে জালে জোরে একটা টান পড়ে; তখন বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে অনেকক্ষণ ধরে চারজন মিলে জাল তুলে দেখি বড় দুটি পাঙাশ। প্রায় দুই মাস পর বড় ধরনের কোনো মাছ জালে ধরা পড়ল বলে জানান তিনি।

পরে মাছ দুটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে নিয়ে গেলে ব্যবসায়ী চান্দু মোল্লা ১৪০০ টাকা কেজিদরে ১৮ হাজার ৯০০ টাকায় কিনে নেন।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছ দুটি আমি ১৪০০ টাকা কেজিদরে মোট ১৮ হাজার ৯০০ টাকায় কিনে নিই। এখন মাছটি দুটি ১৫০০ টাকা কেজিদরে ঢাকায় বিক্রি করব বলে ঢাকায় যোগাযোগ করছি বলে জানান তিনি।

এ বিষয়ে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, বর্তমানে পদ্মা নদীর যমুনার মোহনায় এখন প্রায়ই জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে বলে জানান এ কর্মকর্তা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]