1988

09/20/2024 এক বোটায় অদ্ভুত যমজ আম

এক বোটায় অদ্ভুত যমজ আম

জেলা সংবাদদাতা, গোপালগঞ্জ

২৫ মে ২০২১ ২১:২৯

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় দিনমজুর জাকির মোল্যা (৪০) কুড়িয়ে পেয়েছেন অদ্ভুত যমজ আম। যমজ আমটি এক বোটায় ঝুলছিল।

মঙ্গলবার (২৫ মে) সকালে উপজেলায় রামদিয়া গ্রামে গিয়ে অদ্ভুত এ আমটির দেখা মেলে। অনেকে আমটি দেখতে ভিড় করছেন জাকির মোল্যার বাড়িতে।

জাকির মোল্যা বলেন, আমি সকালে পাশের বাড়িতে আম কুড়াতে যাই। এ সময় গাছের তলায় একটি যমজ আম পড়ে থাকতে দেখি। আমি আমটি কুড়িয়ে নিয়ে এসে লোকজনকে দেখাই। যমজ আমটি দেখতে আমার বাড়িতে এলাকার লোকজন ভিড় করছেন। তারা এই প্রথম যমজ আম দেখেছেন বলে জানান।

স্কুলশিক্ষক নজরুল ইসলাম বলেন, কলা, বেগুন, টমেটো যমজ দেখেছি। কিন্তু যমজ আম এর আগে কখনও দেখিনি। জীবনের প্রথম এই যমজ আম দেখলাম। দেখে অবাক লাগছে।

কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় কুমার কুণ্ডু বলেন, এ ধরণের আম আমি আগে কখনও দেখিনি। তবে জেনেটিকের কারণে এক বোটায় দুই আম ধরতে পারে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]