20196

05/18/2024 বিশ্বকাপ জেতার লক্ষ্যেই আমাকে দলে ফিরিয়েছে: আমির

বিশ্বকাপ জেতার লক্ষ্যেই আমাকে দলে ফিরিয়েছে: আমির

ক্রীড়া ডেস্ক

২১ এপ্রিল ২০২৪ ১৭:৪২

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন মোহাম্মদ আমির। সেসময় কোচ ও টিম ম্যানেজমেন্টের প্রতি পক্ষপাত আচরণের অভিযোগ তুলে ক্যারিয়ার গুটিয়ে নিয়েছিলেন বাঁহাতি পেসার। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের সেরা দল গঠনে বেশ মনোযোগী পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর তাই দলের শক্তিমত্তা বৃদ্ধির লক্ষ্যে অবসর ভেঙে আমিরকে জাতীয় দলের ফেরান পিসিবি। এদিকে দলে ফেরার কৃতিত্ব আমির দিচ্ছেন শাহীন শাহ আফ্রিদি এবং পিসিবিকে।

আমির বলেন, ‘আমাকে ফেরানোর কৃতিত্ব পাকিস্তান ক্রিকেট বোর্ড ও শাহীনের। তারা আমার ওপর আস্থা রেখে ফিরিয়েছে। তাদের আস্থা পূরণের একটা চাপ আমি অনুভব করছি। আমি প্রায় চার বছর পর ফিরছি। আপনি যখন নিজের দেশকে প্রতিনিধিত্ব করবেন, মুহূর্তটা অন্য রকম। সত্যি বলতে কি, এটা আমার কাছে অভিষেক সিরিজের মতো লাগছে।’

এছাড়া আমির নিজে মনে করেন, স্বল্পমেয়াদী লক্ষ্য নিয়েই তাকে দলে ফিরিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং তা হলো তার প্রত্যাবর্তন আসন্ন বিশ্বকাপ জয়ের লক্ষ্য। যদি পাকিস্তান আসলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে তাহলে নিজেকে ভাগ্যবান মনে করবেন আমির।

তিনি বলেন, ‘আমি প্রথম আসি ২০০৯ সালে এবং পাকিস্তান বিশ্ব চ্যাম্পিয়ন হয়। এরপর আমি ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলি, আমরা চ্যাম্পিয়ন হই। পিসিবি ম্যানেজমেন্ট আমাকে অল্প সময়ের জন্য, মানে বিশ্বকাপের জন্য ফিরিয়েছে।’

‘সাম্প্রতিক টুর্নামেন্টগুলোয় পাকিস্তান দল সেমিফাইনাল ও ফাইনালে খেলেছে। একটা লাইন আছে (টুর্নামেন্ট জেতা), এটা আমাদের অতিক্রম করতে হবে। এই অর্জন যদি হয়েই যায়, তাহলে সেই দলে থাকার জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করব।’

এই তারকা পেসার মনে করেন ২০১৯ সালের থেকে আরও বেশি ফিট আছেন তিনি। আমির বলেন, ‘আমি মনে করি আমার ফিটনেস ২০১৯ সালের চেয়ে অনেক ভালো। গেলো কয়েক বছর আমি আগের চেয়ে বেশি ফিট বোধ করছি। আপনি যতই দক্ষ হন না কেনো, ফিট না থাকলে মাঠে নিজের সেরাটা দিতে পারবেন না। আমি বিশ্বাস করি, আমার যে ফিটনেস লেভেল আছে, তাতে আমি দলে বড় অবদান রাখতে পারব।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]