2034

04/05/2025 সবজি ক্ষেতে নবজাতক!

সবজি ক্ষেতে নবজাতক!

নিজস্ব সংবাদদাতা

২৭ মে ২০২১ ১৬:২৬

ঢাকার আশুলিয়ায় একটি সবজি ক্ষেত থেকে এক নবজাতককে কন্যাকে উদ্ধার করেছেন স্থানীয়রা। বুধবার (২৬ মে) দুপুরে আশুলিয়ার ভাদাইল এলাকার বিমান পোলট্রির পাশের একটি সবজি ক্ষেত থেকে ওই নবজাতককে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, ভাদাইল এলাকার একটি সবজি ক্ষেতে হালিমা নামের এক নারী নবজাতকটিকে প্রথমে দেখতে পান। এ সময় তিনি এলাকাবাসীকে জানালে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে নবজাতক শিশুকন্যাকে চিকিৎসার জন্য নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন। বিষয়টি নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের কর্তৃপক্ষ থানায় অবহিত করলে পুলিশ হাসপাতালে নবজাতককে দেখে আসে।

আশুলিয়া থানার এসআই এমদাদ জানান, নবজাতক কন্যাশিশু উদ্ধারের খবর পেয়ে হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। শিশুটি অসুস্থ হওয়ায় হাসপাতালেই তার চিকিৎসা চলছে। সুস্থ হলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ডেপুটি ম্যানেজার (হাসপাতাল অপারেশন) হারুন ওর রশিদ জানান, শিশুটির শ্বাসকষ্টের পাশাপাশি শরীরের তাপমাত্রাও কমে যাচ্ছে। এসব বিষয় মাথায় রেখে তার প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]