2072

04/18/2025 মহারাষ্ট্রে ভবন ধসে ৭ জনের মৃত্যু

মহারাষ্ট্রে ভবন ধসে ৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

২৯ মে ২০২১ ১৭:৩০

ভারতের মহারাষ্ট্রে একটি ভবন ধসে সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত আরও তিন থেকে চারজন আটকে থাকার আশঙ্কা রয়েছে। গতকাল শুক্রবার (২৮ মে) রাতে মহারাষ্ট্রের থানের উলহাসনগরে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে থানে পৌর করপোরেশন (টিএমসি) জানায়, একটি ভবনের ধ্বংসাবশেষ থেকে এখন পর্যন্ত ৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, আরও কিছু লোক আটকা পড়েছেন। উদ্ধার অভিযান এখনো চলছে বলে জানায় টিএমসি।

আঞ্চলিক দুর্যোগ পরিচালন সেলের প্রধান সন্তোষ কদমের মতে, উলহাসনগরের নেহেরু চক এলাকার সাঁই সিদ্ধি ভবনের পঞ্চম তলার স্ল্যাব ভেঙে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। স্ল্যাবগুলোর নিচে চাপা পরেই তাদের মৃত্যু হয়েছে। এদিকে ধসের কারণ অনুসন্ধান করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]