2075

09/21/2024 শিশুদের জন্য প্রথম ভ্যাকসিনের অনুমোদন দিল ইইউ

শিশুদের জন্য প্রথম ভ্যাকসিনের অনুমোদন দিল ইইউ

স্বাস্থ্য ডেস্ক

২৯ মে ২০২১ ১৮:০১

১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার–বায়োএনটেকের করোনাভাইরাসের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার (২৮ মে) শিশুদের জন্য প্রথম ভ্যাকসিন হিসেবে এই অনুমোদন দেওয়া হয়। এর আগে ১৬ বছরের বেশি বয়সীদের জন্য ফাইজারের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ইইউ।

জুন থেকেই জার্মানির ১২ বছরের বেশি বয়সী শিশুদের ভ্যাকসিন দেওয়া শুরু হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডা প্রাপ্তবয়স্কদের জন্য ফাইজারের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, শিশুদের ভ্যাকসিন দেওয়ার বিষয়টি বাধ্যতামূলক নয়। এ বিষয়ে অভিভাবকদের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে ট্রায়ালে ফাইজারের ভ্যাকসিন শিশুদের জন্য নিরাপদ বলে প্রমাণিত হয়েছে।

ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালবার্ট বোরলা বলেছেন, ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের ভ্যাকসিন দেওয়া হলে স্কুল খোলা সহজ হবে। মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

সূত্র: রয়টার্স, বিবিসি

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]