20776

09/21/2024 খেলাধুলাই পারে মানুষকে এক কাতারে আনতে : জাভেদ ওমর

খেলাধুলাই পারে মানুষকে এক কাতারে আনতে : জাভেদ ওমর

ক্রীড়া ডেস্ক

১২ মে ২০২৪ ১৯:৫৪

খুলনা, পটুয়াখালি এমনকী বঙ্গোপসাগরের বিচ্ছিন্ন দ্বীপ মহেশখালির মাতারবাড়ি থেকেও পুরস্কার নিতে ঢাকায় চলে এলেন তারা। পুরস্কার দিচ্ছিল খেলাধলাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিশ্বের প্রথম সামাজিক যোগাযোগমাধ্যম গেমপ্লিফাই এক্সওয়াইজেড।

গেমপ্লিফাইকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং এর ব্যবহারকারীদের নিত্য-নতুন অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই ক্রীড়াভিত্তিক ওয়েবসাইটটি আয়োজন করে থাকে কুইজ প্রতিযোগিতার। যেখানে অংশগ্রহণকারীরা শুধু একটি অ্যাকাউন্ট খুললেই গেমপ্লিফাই আয়োজিত নানা ধরনের কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পারে। আর প্রতিটি ব্যবহারকারী এই কুইজের মাধ্যমে অর্জন করে নির্দিষ্ট পয়েন্ট।

প্রতি তিন মাস পরপর সর্বোচ্চ পয়েন্টধারীদের মধ্য থেকে নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীকে বিজয়ী ঘোষণা করে পুরস্কার দেয় গেমপ্লিফাই একওয়াইজেড। এ নিয়ে চতুর্থবারের মত অনুষ্ঠিত হলো গেমপ্লিফাই এক্সওয়াইজেড এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার ঢাকার একটি রেস্টুরেস্টে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম।

এ সময় উপস্থিত ছিলেন এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান, প্রোডাক্ট ম্যানেজার ওমর ফারুক খান, প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমান আদনান, কাস্টমার সার্ভিস অফিসার মোঃ রাশিদুল হাসান রাসেলসহ গেমপ্লিফাই পরিচালনা পরিষদের কর্মকর্তাবৃন্দ।

গেমপ্লিফাইয়ের এবারের রাউন্ডে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে প্রথম পুরস্কার আইফোন প্রো-১৫ জিতেছেন হাসিবুল নাইম। পুরস্কার জয় করে তিনি বলেন, ‘আমি গেমপ্লিফাইয়ের কুইজগুলোয় নিয়মিত অংশ নিয়েছি, সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয়, খেলাপ্রেমীদের দারুণ একটি মিলনস্থল হচ্ছে গেমপ্লিফাই। খেলা নিয়ে আলোচনা, প্রেডিকশন, কুইজ- সবই আছে এখানে।’

অ্যান্ড্রয়েড ফোন বিজয়ীরা হলেন তানিয়া আক্তার, সুরাইয়া, শাখাওয়াত হোসেন, ফয়সাল করিম, মারজান, আকাশ, হুরাইরা মাফিয়া, মউ আক্তার এবং সজিব ভূঁইয়া। এ ছাড়া ২৮ ইঞ্চি, ৩২ ইঞ্চি রঙ্গিন টিভি, মাইক্রোওয়েব ওভেন, ব্লেন্ডার, স্মার্টওয়াচ এবং জার্সি জিতে নিয়েছেন গেমপ্লিফাইায়ের অসংখ্য সৌভাগ্যবান বিজয়ী।

পুরস্কার বিজয়ী প্রায় সবাই গেমপ্লিফাইয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তাদের মতে, খেলাপ্রেমীরা অন্য কোথাও না গিয়ে এক গেমপ্লিফাইতেই অনেক কিছু পেতে পারেন। গেমপ্লিফাই এক জায়গায় খেলার অনেক কিছু নিয়ে এসেছে। এখান থেকে খেলাধুলার সমস্ত আপডেট একনজরে জানা যায়। প্রতিটি খেলার রেজাল্ট, গ্রুপ আলোচনা, খেলা নিয়ে নিজের মনেরভাব প্রকাশ করা যায়। সর্বোপরি এখানে খেলা নিয়ে কুইজ খেলে দারুন দারুণ সব পুরস্কার জেতা যায়। খেলা নিয়ে এমন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম সত্যিই অসাধারণ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম গেমপ্লিফাইয়ের কার্যক্রমে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ খেলাপ্রেমী। আমরা যখন খেলতাম, তখন থেকে দেখে আসছি, এ দেশের মানুষকে সফলতা উপহার দিতে পারলে তারা কতটা খুশি হয়। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমে উৎসব করতে দেখেছি। তখন থেকে মনে হয়েছে, বাংলাদেশের মানুষকে শুধু খেলাধুলাই এক করতে পারে।’

তিনি আরও বলেন, ‘গেমপ্লিফাই সম্পর্কে আমি যা জেনেছি এবং বুঝেছি, তাতে মনে হচ্ছে বিশ্বে এই প্রথম খেলাধুলাকেন্দ্রিক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম গড়ে উঠছে। যেটার উদ্যোক্ত আমাদের বাংলাদেশেরই কিছু তরুণ। আমি এ কারণে খুব আনন্দিত। আশা করি, শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বের ক্রীড়ামোদি মানুষের কাছে গেমপ্লিফাই জনপ্রিয় হয়ে উঠবে।’

আয়োজক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান বলেন, ‘এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান গেমপ্লিফাই স্পোর্টস সাইট। খেলাধুলার প্রতি মানুষের নিবিড় ভালোবাসা ও আগ্রহ তৈরি করতে গেমপ্লিফাই আপনাদের স্পোর্টসমেনশিপকে জাগিয়ে ক্রীড়াপ্রেমীদের একটি সামাজিক মাধ্যম সৃষ্টি করার লক্ষ্যে কাজ করছে। সে কারণে গেমপ্লিফাই দেশ-বিদেশের বড় আসরের টুর্ণেমেন্ট নিয়ে নিয়মিত কুইজ প্রতিযোগিতার আয়োজন করছে।’

তিনি বলেন, ‘গেমপ্লিফাইকে খেলাধুলাকেন্দ্রিক একটি পূর্ণাঙ্গ সামাজিক যোগাযোগমাধ্যমে রূপ দেয়ার কাজ করে যাচ্ছি আমরা। এখানে নিত্য-নতুন নানা ধরনের ফিচার যুক্ত হচ্ছে। যাতে ব্যবহারকারীদের আর অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে যেতে না হয়। এখানে গ্রুপ করা যাবে, স্ট্যাটাস দেয়া যাবে, ছবি-ভিডিও যুক্ত করা যাবে। এমনকি একে অপরের সঙ্গে যোগাযোগ করার জন্য মেসেঞ্জারের মত সুবিধাও পাবেন। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। একই সঙ্গে ব্যবহারকারীরা যেন এক নজরে সমস্ত খেলার আপডেট জানতে পারেন এখান থেকে, সে ব্যবস্থাও রেখেছি আমরা। সর্বোপরি কুইজ তো আছেই। কুইজে অংশগ্রহণকারীদের জন্য আমরা সামনে ক্রেডিট সিস্টেম নিয়ে আসতে যাচ্ছি। যাতে অংশগ্রহণকারীরা আরও অনেক বেশি মজার সঙ্গে অংশ নিতে পারেন। আমাদের প্রধান উদ্দেশ্য খেলাধুলার মাধ্যমে জীবনকে অনুপ্রাণিত এবং পরিবর্তন করা।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পরিবারের সদস্য, সাংবাদিক এবং এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা ও পরিবারের সদস্যরা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]