2095

09/21/2024 এবার ভাইরাল নিম-তুলসি পাতার অদ্ভুত মাস্ক

এবার ভাইরাল নিম-তুলসি পাতার অদ্ভুত মাস্ক

রকমারি ডেস্ক

২৯ মে ২০২১ ২২:৪৪

ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে নতুন নির্দেশিকা জারি করা হয়, সেখানে বলা হয় একটা নয়, করোনার দ্বিতীয় ঢেউ থেকে বাঁচতে ‘ডাবল মাস্ক’ পরিধানের কথা। মহামারী কমানোর এটিকেই সর্বোত্তম উপায় হিসেবে বিবেচিত করা হয়।

তবে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অদ্ভুত এক ধরনের মাস্ক, যা তৈরি করা হয়েছে নিম ও তুলসি পাতা দিয়ে।

রূপিন শর্মা নামে এক আইপিএস অফিসারের টুইটারে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়,দেশটির উত্তর প্রদেশের সীতাপুরের এক বৃদ্ধ নিম ও তুলসী পাতা দিয়ে বানানো ওই মাস্ক পরেছেন।

নিম ও তুলসির যে জীবানুনাশক ধর্ম রয়েছে এবং আয়ুর্বেদে এর ব্যবহার সম্পর্কে আমরা সকলেই জানি। কিন্তু তার এমন ব্যবহার হয়তো এর আগে কেউ ভাবেনি।

তবে ভিডিও ক্লিপটিতে ওই বৃদ্ধকে বলতে শোনা যায় নিম ও তুলসির গুণাগুণের ব্যাখ্যা। তিনি এও দাবি করেন যে, এই মাস্ক সার্জিকাল, কাপড় এবং এন-৯৫ এর মাস্কগুলোর চেয়ে বেশি কার্যকর।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]