2097

04/18/2025 কানাডায় বন্ধ স্কুলের পাশে ২১৫ শিশুর মরদেহ

কানাডায় বন্ধ স্কুলের পাশে ২১৫ শিশুর মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

২৯ মে ২০২১ ২৩:৪৭

কানাডায় সাবেক একটি আবাসিক স্কুলের কাছে ২১৫টি শিশুর দেহাবশেষ পাওয়া গেছে। শুক্রবার (২৯ মে) এ ঘটনাকে হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

টিকেমলুপস টি সিকওয়েপেমস নেশন জানিয়েছে, ব্রিটিশ কলোম্বিয়ায় ক্যামলুপস ইন্ডিয়ান আবাসিক স্কুলটি ছিল আদাবাসী শিশুদের জন্য। এটি ১৯৭৮ সালে বন্ধ করে দেওয়া হয়েছিল। শিশুগুলো ছিল ওই স্কুলেরই শিক্ষার্থী।-খবর রয়টার্সের

চুম্বক বিশেষজ্ঞদের মাধ্যমে এই মরদেহগুলোর সন্ধান পাওয়া গেছে। এক বিবৃতিতে টিকেমলুপস টি সিকওয়েপেমসের প্রধান রোসান্নি কাসিমির বলেন, আমাদের মধ্যে একটি জ্ঞান আছে, তা দিয়ে সত্যতা নির্ধারণ করতে পারবো। বর্তমানে আমাদের কাছে জবাবের চেয়ে প্রশ্নই বেশি।

কানাডার আবাসিক স্কুল ব্যবস্থায় আদিবাসী শিক্ষার্থীদের জবরদস্তিমূলক পরিবারবিচ্ছিন্ন রাখায় এই ‘সাংস্কৃতিক গণহত্যা’ সংঘটিত হয়েছে। বিলুপ্ত এই ব্যবস্থা নিয়ে ছয় বছরের একটি তদন্ত হয়েছে।

এতে জানা গেছে, শিশুদের ওপর বর্বর শারীরিক নির্যাতন, ধর্ষণ, অপুষ্টি ও নৃশংসতা চালানো হয়েছে। স্কুলটিতে অংশ নেওয়া দেড় লাশ শিক্ষার্থীকে এই বর্বরতার মধ্য দিয়ে যেতে হয়েছে। ওটোয়ার পক্ষ থেকে খ্রিষ্টান গির্জা এই স্কুলটি পরিচালনা করতো।

আবাসিক স্কুলটিতে অংশ নেওয়া চার হাজার ১০০ শিশুর মৃত্যু হয়েছে। তবে নতুন পাওয়া ২১৫ শিশুর দেহাবশেষ এই মৃত্যুর সংখ্যায় যোগ করা হয়নি বলেই ধরে নেওয়া হয়েছে।

ট্রুডো বলেন, এ ঘটনা আমাদের দেশের ইতিহাসের লজ্জাজনক ও অন্ধকারময় ইতিহাসকে স্মরণ করিয়ে দিচ্ছে। ২০০৮ সালে কানাডীয় সরকার আনুষ্ঠানিকভাবে এই ব্যবস্থার জন্য ক্ষমা চেয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]