2118

04/10/2025 অনুশীলনে ব্যস্ত আর্জেন্টিনা

অনুশীলনে ব্যস্ত আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

৩০ মে ২০২১ ২০:০৯

জুনে বিশ্বকাপ বাছাইয়ে চিলি-কলম্বিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচ সামনে রেখে চলছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অনুশীলন। এতে যোগ দিয়েছেন লিওনেল মেসি।

বিশ্বকাপ বাছাইয়ে গতবার দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বেশ কষ্ট করে শেষ ম্যাচে এসে চূড়ান্ত পর্বের টিকিট পেয়েছিল আর্জেন্টিনা। তবে, এবার আর সে পথে হাঁটতে নারাজ আলবিসেলেস্তেরা। বাছাইয়ে এবার ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। সামনে আছে দুই ম্যাচ। এ দুই ম্যাচের জন্য বুয়েন্স আয়ার্সে অনুশীলন শুরু করেছে দল।

অনুশীলনের দ্বিতীয় দিনেই যোগ দিয়েছেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। লা লিগায় এবার শিরোপা জিততে না পারায় মন ভালো নেই বার্সা তারকার। শেষ ম্যাচে দলের হয়ে মাঠে নামেননি। তবে, জাতীয় দলে হয়ে সেরাটা দেয়ার আশা সদ্যই অষ্টমবারের মতো পিচিচি ট্রফি জয়ী তারকার। মেসির সঙ্গে আরও যোগ দিয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া ও নিকোলাস ওতামেন্দি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]