21206

09/21/2024 মদ্রিচকে নিয়ে ইউরোর দল ঘোষণা ক্রোয়েশিয়ার

মদ্রিচকে নিয়ে ইউরোর দল ঘোষণা ক্রোয়েশিয়ার

ক্রীড়া ডেস্ক

২১ মে ২০২৪ ১৯:২৬

ইউরো ২০২৪ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ক্রোয়েশিয়ান কোচ জ্লাটকো ডালিচ। অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচ আছেন ঘোষিত দলে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের আগে এটাই সম্ভবত মদ্রিচের শেষ বড় কোনো টুর্নামেন্ট হতে যাচ্ছে।

৩৮ বছর বয়সী রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারের নেতৃত্বে ২০১৮ বিশ্বকাপে রানার্স-আপ হয়েছিল ক্রোয়েশিয়া। এরপর ২০২২ কাতার বিশ্বকাপেও শেষ চারে খেলেছে তারা। গত বছর নেশন্স লিগের ফাইনালে স্পেনের কাছে পরাজিত হয়েছিল ক্রোয়েটরা।

জাগ্রেবে এক সংবাদ সম্মেলনে ডালিচ বলেছেন, ‘ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে মদ্রিচ সবসময়ই মুখিয়ে থাকে। সে আমাদের নেতা।’ ক্রোয়েশিয়ার সবচেয়ে সফল কোচ ডালিচ ২০১৭ সালে জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন। আগামী ১৪ জুন থেকে জার্মানিতে শুরু হওয়া এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে তার দলকে নিয়ে বিশাল প্রত্যাশার চাপ রয়েছে। এ কথা স্বীকার করে ডালিচ বলেন, ‘ইউরোতে অনেক দলেরই লড়াই করার ভালো সুযোগ থাকে। যে কারণে এখানে এগিয়ে যাওয়া মোটেই সহজ নয়।’

আগামী ১৫ জুন গ্রুপ-‘বি’র প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ স্পেন। এরপর গ্রুপ পর্বে তারা আলবেনিয়া ও বর্তমান চ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি হবে। ডালিচ বলেন, ‘আমি এখানে চাপ অনুভব করছি না। শুধু ভালো ফুটবল খেলা উপভোগ করতে চাই, ক্রোয়েশিয়াকে আবারও ভালো খেলতে উদ্বুদ্ধ করতে চাই। সমর্থকরা যেন আমাদের খেলা দেখে খুশি হয় ও গর্ববোধ করে।’

ক্রোয়েশিয়া স্কোয়াড

গোলরক্ষক : ডোমিনিক লিভাকোভিচ, ইভিচা ইভুসিচ, নেডিলকো লাব্রোভিচ

ডিফেন্ডার : ডোমাগো ভিডা, জোসিপ জুরানোভিচ, জাসকো গাভারডিওল, বোর্না সোসা, জোসিপ স্টানিসিচ, জোসিপ সুটালো, মার্টিন আর্লিক, মারিন পোনগ্রাসিচ

মিডফিল্ডার : লুকা মড্রিচ, মাতেও কোভাচিচ, মর্সেরো ব্রোজোভিচ, মারিস পাসালিচ, নিকোলা ভ্লাসিচ, লোভরো মায়ার, লুকাস ইভানুসেক, লুকা সুচিচ, মার্টিন বাটুরিনা

ফরোয়ার্ড : ইভান পেরিসিচ, আন্দ্রেজ ক্রামারিচ, ব্রুনো পেটকোভিচ, মার্কো পাকা, আন্টে বুডিমির, মার্কো পাসালিচ।

স্ট্যান্ড-বাই : বোর্না বারিসিচ, ডুয়ে কালেটা-কার, ক্রিস্টিয়ান জাকিচ, ডোমিনিক কোটারস্কি, টনি ফ্রুক, মারিন লুবিসিচ, ইগর মাটানোভিচ, নিকো ক্রিস্টিয়ান সিগার, পিটার সুচিচ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]