2121

04/04/2025 একসঙ্গে দুটি দায়িত্ব পালন করা কঠিন : শুভ

একসঙ্গে দুটি দায়িত্ব পালন করা কঠিন : শুভ

বিনোদন প্রতিবেদক

৩০ মে ২০২১ ২০:৪২

শিগগিরই নির্মাতা রায়হান রাফির পরিচালনায় ‘নূর’ শিরোনামে নতুন একটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। অভিনয়ের পাশাপাশি এর নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করবেন তিনি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রযোজক হিসেবে নাম লেখাতে যাচ্ছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত এই অভিনেতা।

শুভর ভাষ্য, ‘আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পছন্দ করি। ভক্ত-দর্শকরা ইতোমধ্যেই সে বিষয়টি জেনেছেন। অভিনয় আর প্রযোজনা দুটো ভিন্ন জিনিস। তবে এবার সেই কাজই আমি করবো। নিজের মধ্যে আত্মবিশ্বাস আছে। তাই চ্যালেঞ্জটি নিয়েছি। আগে শুধু অভিনয় নিয়ে ভাবতে হতো। এবার শুটিং কীভাবে, কোথায়, কখন হবে তার পরিকল্পনাও করতে হচ্ছে। একসঙ্গে দুটি দায়িত্ব পালন করা কঠিন।’

কোন ভাবনা থেকে প্রযোজনার সিদ্ধান্ত নিলেন? উত্তরে তিনি বলেন, ‘কোনো পরিকল্পনা থেকে সিদ্ধান্ত নেইনি, হয়ে গেছে। প্রযোজনা প্রতিষ্ঠান আমার ওপর ভরসা করে ছবিটি প্রযোজনার সিদ্ধান্ত নিয়েছে। প্রযোজকের আস্থার প্রতি সম্মান জানিয়ে কাজটি করছি।’

তাহলে আগামীতেও কি প্রযোজক হিসেবে আপনাকে পাওয়া যাবে জানতে চাইলে শুভ বলেন, ‘আপাতত না। নিজের প্রযোজনা সংস্থা ছাড়া আর এ দায়িত্ব পালন করব না।’

‘মিশন এক্সট্রিম’ কবে মুক্তি পাচ্ছে? উত্তরে শুভ বলেন, ‘গত বছর ঈদেই এটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা পিছিয়েছে। এ বছর ঈদেও তাই হয়েছে। করোনার প্রকোপ কমলে এটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]