2129

04/04/2025 আমি চাই আলিয়ার বিয়ে আগে হোক: ক্যাটরিনা

আমি চাই আলিয়ার বিয়ে আগে হোক: ক্যাটরিনা

বিনোদন ডেস্ক

৩০ মে ২০২১ ২২:৫৮

ক্যাটরিনার সাবেক প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন আলিয়া ভাট। এ নিয়ে ক্যাটরিনার সঙ্গে আলিয়ার সম্পর্কে ভাটা পড়েছিল। কিন্তু বিষয়টি বুঝতে দেননি তারা। ঠিক রেখেছেন নিজেদের সম্পর্ক।

সম্প্রতি ভোগ ম্যাগাজিনের ভারতীয় সংস্করণের আয়োজনে ‘বেস্ট ফ্রেন্ড’ হিসেবে এক সঙ্গে হাজির হয়েছিলেন আলিয়া-ক্যাটরিনা। তারা কথা বলেন নিজেদের সম্পর্ক নিয়ে। খোলামেলা আলাপ করেন বিভিন্ন বিষয়ে।

ক্যাটরিনার অতিরিক্ত ব্যায়াম নিয়ে মজা করেন আলিয়া। ক্যাটকে খোঁচা মেরে বলেন, ‘সারাদিন জিমে পড়ে থাক কেন? কিছু সময় প্রেমিক খোঁজার কাজে ব্যয় কর। একটু কফি খাওয়া, গল্প করার পেছনে ব্যয় করতে পার!’

আলিয়াকে প্রথম দেখার অনুভূতি শেয়ার করে ক্যাটরিনা বলেন, ‘তখন স্টুডেন্ট অব দ্য ইয়ার মুক্তি পেয়েছে। একটা রেস্টুরেন্টে পার্টিতে আলিয়ার ওপর আমার প্রথম চোখ পড়ে। প্রথম দেখায় মনে হয়েছে, কিউট ও চটপটে বাচ্চা একটি মেয়ে।’

মজা করে ক্যাটরিনা আরও বলেন, ‘আমি চাই আলিয়ার বিয়ে আগে হোক। ছোট বোনকে বিয়ে না দিয়ে আমি কীভাবে বিয়ে করি? একটা দায়িত্ব আছে না? তাকে বিবাহিত জীবনে সুখী দেখে তারপর আমি বিয়ে করব।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]