2152

09/21/2024 রাস্তার পাশে মিলল ভিক্ষুকের বস্তাভর্তি টাকা

রাস্তার পাশে মিলল ভিক্ষুকের বস্তাভর্তি টাকা

জেলা সংবাদদাতা, নাটোর

৩১ মে ২০২১ ২০:৪২

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় রাস্তার পাশ থেকে একটি টাকার বস্তা পেয়েছেন পরিচ্ছন্নতাকর্মীরা।

রোববার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার বনপাড়া পৌরসভার বাজারে পাবনা বাসস্ট্যান্ডের পাশে পরিত্যক্ত অবস্থায় ওই বস্তাটি পান। ওই টাকার বস্তাটি স্থানীয় এক ভিক্ষুকের বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বনপাড়া পৌর এলাকায় দীর্ঘদিন ধরে অজ্ঞাত পরিচয়ের এক মানসিক প্রতিবন্ধী ভিক্ষুক বস্তা নিয়ে ভিক্ষা করতেন। তিনি ওই বাজারের আশপাশে থাকতেন। গত তিন দিন ধরে ওই ভিক্ষুককে দেখা যায়নি।

রোববার বিকালে রাস্তা পরিষ্কারের সময় বনপাড়া পৌরসভার কর্মীরা পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা পান। এতে দুই টাকা, পাঁচ টাকা, ১০ টাকা ও ৫০ টাকার নোট পাওয়া যায়। এসব টাকা গণনা করে ১৬ হাজার ৪২০ টাকা পাওয়া যায়।এ বিষয়ে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন জানান, একজন মানসিক প্রতিবন্ধী ‘পাগলি’ পৌরসভা ও এর আশপাশে থাকত। ভিক্ষা করে চলতেন মানবিক কারণে আমরা কিছু বলিনি।

ধারণা করা হচ্ছে, টাকাগুলো তারই। উপস্থিত লোকজনের সামনে টাকাগুলো গণনা করে পৌরসভায় সংরক্ষণ করা হয়েছে। তাকে পাওয়া গেলে টাকাগুলো ফেরত দেওয়া হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]