2153

05/20/2024 নিষিদ্ধ হতে পারেন নাওমি ওসাকা

নিষিদ্ধ হতে পারেন নাওমি ওসাকা

ক্রীড়া ডেস্ক

৩১ মে ২০২১ ২০:৫৬

পূর্ব ঘোষণা অনুযায়ী ম্যাচশেষে সংবাদ সম্মেলনে আসেননি জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা। গণমাধ্যমকর্মীদের মিনিটের পর মিনিট অপেক্ষায় রাখলেন শুধু।

বিষয়টি পছন্দ হয়নি ফ্রেঞ্চ ওপেন কর্তৃপক্ষের। এ কারণে ফ্রেঞ্চ ওপেনে ওসাকা নিষিদ্ধ হতে পারেন বলে হুশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। এমনকি ভবিষ্যৎ গ্র্যান্ডস্ল্যামেও এই শাস্তি পেতে পারেন বলে জানিয়েছে তারা।

ফ্রেঞ্চ ওপেনের শুরুটা দুর্দান্ত করলেও নানা কারণে জরিমানা গুনতে হয়েছে টেনিসের এই জাপানি কন্যাকে। অবশ্য সংবাদ সম্মেলন এর আগেও বয়কট করেছেন ওসাকা।

গত সপ্তাহে তিনি জানান, নিজের মানসিক স্বাস্থ্যের নিরাপত্তার জন্য রোঁলা গাঁরোর লড়াইয়ের সময় তিনি কোনো সংবাদ সম্মেলনে আসবেন না।

সেই কথা অনুযায়ী, রোববার ক্লে-কোর্টের উদ্বোধনী দিনে প্রথম রাউন্ডে রোমানিয়ার প্যাট্রিসিয়া মারিয়া টিগকে ৬-৪, ৭-৬ (৭-৪) গেমে হারানোর পর সংবাদ সম্মেলনে আসেননি ওসাকা। যার কারণে ১৫ হাজার ডলার জরিমানাও দিতে হয়েছে তাকে।

তথ্যসূত্র: আলজাজিরা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]