2169

04/05/2025 ৮ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু

৮ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

১ জুন ২০২১ ১৬:৪২

রাজধানীর দক্ষিণ মুগদায় ৮ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মো. সবুজ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ মে) রাতে এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সবুজ ১০৩/৩ দক্ষিণ মুগদার মৃত শারাফাতুল্লাহ ছেলে।

হাসপাতালে নিয়ে আসা নিহতের ছোট বোন বিথী জানান, তার ভাই শারীরিক প্রতিবন্ধী ছিল, বাসার সবার অগোচরে যেকোনো সময় ৮ তলার ছাদে গিয়েছিল। সেখান থেকে লাফিয়ে নিচ পড়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]