2171

01/03/2026 ওয়েব সিরিজে এবার পূজা চেরি

ওয়েব সিরিজে এবার পূজা চেরি

বিনোদন ডেস্ক

১ জুন ২০২১ ১৩:০৪

ওয়েব সিরিজে এবার যুক্ত হলেন চিত্রনায়িকা পূজা চেরি। ‘প্যারাসাইকোলজি’ নামে ওয়েব সিরিজে দেখা যাবে পূজাকে।

পূজা চেরি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন। ছোট থাকতেই ‘ভালোবাসার রঙ’, তবুও ভালোবাসি’, ‘ভালোবাসতে মন লাগে’, ‘অগ্নি’, কৃষ্ণপক্ষ’ ও ‘বাদশা দ্য ডন’ ছবিতে শিশুশিল্পী হিসেবে তার অভিনয় প্রশংসিত হয়।

তারপর কিছুটা বিরতি দিয়ে নতুনভাবে অভিনয়ে আগমন ঘটে পূজার। নানা কারণে আলোচিত প্রযোজনা সংস্থা জাজ মাল্টি মিডিয়ার প্রযোজনার ছবি দিয়ে প্রধান চরিত্রে বড়পর্দায় আগমন ঘটে তার।

‘প্যারাসাইকোলজি’ নামে এই ওয়েব সিরিজে পূজার বিপরীতে দেখা যাবে অভিনেতা শ্যামল মাওলাকে। ওয়েব সিরিজটি পরিচালনা করছেন সুমন ধর। তারও প্রথম ওয়েব কাজ এটি।

সিরিজটি নিয়ে পরিচালক সুমন ধর বলেন, শিগগিরই আমরা এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। প্রযোজকসহ আমাদের কিছু পরিকল্পনা আছে। তাই একটু সময়ে নিয়ে গুছিয়ে নিচ্ছি।

জানা গেছে, ওয়েব সিরিজটির শুটিং হবে ২০ দিন। ইতোমধ্যে নারায়ণগঞ্জে তিন দিনের কাজ হয়েছে। ‘প্যারাসাইকোলজি’ একটি ওটিটি প্রতিষ্ঠানের জন্য তৈরি হচ্ছে। আগামী কোরবানি ঈদে এটি অবমুক্ত হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]