22004

09/28/2024 পুলিশকে গুলি : গুলশানের ডিসিকে প্রধান করে ৩ সদস্যের কমিটি

পুলিশকে গুলি : গুলশানের ডিসিকে প্রধান করে ৩ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক

১০ জুন ২০২৪ ১৫:০৬

রাজধানীর গুলশান থানাধীন বারিধারা ডিপ্লোমেটিক জোনে অবস্থিত ফিলিস্তিন দূতাবাসের সামনে কর্তব্যরত কনস্টেবল মনিরুল ইসলাম গুলি করে হত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনারের নির্দেশে তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

তদন্ত কমিটির প্রধান গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম। তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, আমাকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। আমরা চেষ্টা করব সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য।

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত পৌনে ১২টা থেকে ১২টা ৫ মিনিটের মধ্যে রাজধানীর গুলশান-বারিধারার কূটনীতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে গুলিতে নিহত হন কনস্টেবল মনিরুল ইসলাম। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন জাপান দূতাবাসের এক গাড়িচালকও।

এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার অভিযুক্ত কনস্টেবল কাউসার পুলিশ রিমান্ডে রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]