22079

06/28/2024 ‘ইউরোয় ২০০ শতাংশ দেবেন রোনালদো’

‘ইউরোয় ২০০ শতাংশ দেবেন রোনালদো’

ক্রীড়া ডেস্ক

১১ জুন ২০২৪ ১৯:৪৬

২০০৪ সালে পর্তুগালের জার্সিতে সর্বপ্রথম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগীজ এই মহাতারকা মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের এবারের আসরেও খেলবেন। সে লক্ষ্যে প্রস্তুতিও সেরেছেন বেশ ভালোভাবেই। ইউরো শুরুর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে গতকাল মাঠে নেমেছিল পর্তুগাল। এই ম্যাচে জোড়া গোল করেছেন পর্তুগীজ মহাতারকা।

এদিকে পর্তুগালকে ২০১৬ সালে ইউরো জেতানো এই তারকা এবারই শেষবারের মত এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন এমনটাই ধারণা করা হচ্ছে। রোনালদোর বর্তমান বয়স ৩৯। ইউরোর পর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে পারেন সিআরসেভেন এমন সম্ভাবনার কথাও জানিয়েছে বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

অবশ্য অবসরের ইঙ্গিত দিয়েছেন রোনালদো নিজেও। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি জানি যে ফুটবলে আমার আর বেশি সময় বাকি নেই। প্রতিটা বছরই তাই এখন আমার জন্য উপহারের মত যে আমি খেলা চালিয়ে যেতে পারছি। ৩৫ বছরের ফুটবল খেলা চালিয়ে যেতে পারাটাই একটা উপহার, আর আমার বয়স ৩৯, তাই আমি সব সময় উপভোগ করার চেষ্টা করি।’

এদিকে রোনালদোর সতীর্থ রুবেন নেভেস মনে করেন জাতীয় দলকে এখনো অনেক কিছুই দেয়ার আছে রোনালদোর। তাই আসন্ন ইউরোকে সামনে রেখে সিআরসেভেনের প্রতি নিজের আস্থার কথা জানিয়েছেন তিনি।

নেভেস বলেন, ‘তার সঙ্গে খেলার অনুভূতি প্রকাশের ভাষা আমার জানা নেই। আজও দুটি গোল করলেন। ইউরোর জন‍্য প্রস্তুতি ম‍্যাচ খুব ভালোভাবে শেষ করলেন। তাই প্রত‍্যাশা অনেক উঁচুতে।’

ইউরোতে রোনালদো তাঁর দুইশ শতাংশ দিবেন জানিয়ে নেভেস আরও বলেন, ‘আমরা জানি জাতীয় দলকে সাহায‍্য করার জন‍্য তিনি নিজের দুইশ শতাংশ দেবেন। অবশ‍্যই আরও অনেক গোল করার জন‍্য আমরা তার ওপর আস্থা রাখছি।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]