22221

09/29/2024 খালেদা জিয়ার চিকিৎসায় নেওয়া হচ্ছে বিদেশি ডাক্তারদেরও পরামর্শ

খালেদা জিয়ার চিকিৎসায় নেওয়া হচ্ছে বিদেশি ডাক্তারদেরও পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন ২০২৪ ১২:১৮

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়ার চিকিৎসায় দেশের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদেরও পরামর্শ নেওয়া হচ্ছে। বিশেষ করে তার বড় ছেলে তারেক রহমানের চিকিৎসক স্ত্রী ডা. জোবায়দা রহমান সার্বক্ষণিক খালেদা জিয়ার খোঁজখবর রাখছেন লন্ডন থেকে।

শুক্রবার (২১ জুন) দিবাগত রাত থেকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসা চলছে সাবেক এই প্রধানমন্ত্রীর।

শনিবার দলীয় চেয়ারপারসনকে দেখে এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি সাংবাদিকদের মাধ্যমে খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন।

ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক একিউএম মহসিনসহ মেডিকেল বোর্ডের সদস্যরা কয়েক দফা বৈঠক করে সাবেক প্রধানমন্ত্রীর সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেছেন।

মেডিকেল বোর্ডের এসব সভায় লন্ডন থেকে ডা. জোবায়েদা রহমানসহ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ভার্চুয়ালি যুক্ত থাকেন জানিয়ে অধ্যাপক জাহিদ বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা ম্যাডামের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে তাৎক্ষণিক যা করণীয় সেই ব্যবস্থা নিচ্ছেন।

সর্বশেষ গত ২ মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে আসেন। ওই সময় চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে দুইদিন চিকিৎসা দেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]