22243

06/30/2024 ২৪ ঘণ্টা পর কর্ণফুলী থেকে পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মরদেহ উদ্ধার

২৪ ঘণ্টা পর কর্ণফুলী থেকে পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন ২০২৪ ১৮:৩৭

কর্ণফুলীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ-১ এর বোয়ালখালী অঞ্চলের পরিচালক এস এম আশরাফ উদ্দিন কাজলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, কর্ণফুলী নদীর চান্দগাঁও হামিদচর এলাকায় কাজলের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পান। খবর পেয়ে কোস্ট গার্ড মরদেহটি উদ্ধারে সেখানে গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার বাহার উদ্দিন।

এর আগে শনিবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টায় কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্তের ফেরিঘাটে একটি যাত্রীবাহী নৌকা ফেরিকে ধাক্কা দিলে নৌকা থেকে কাজলসহ দুজন নদীতে পড়ে যান। এর মধ্যে নূর কাদের কূলে উঠতে পারলেও কাজল নদীতে তলিয়ে যান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]