2229

04/04/2025 মুম্বাই ছাড়ছেন শাহরুখ খান!

মুম্বাই ছাড়ছেন শাহরুখ খান!

বিনোদন ডেস্ক

২ জুন ২০২১ ১৯:৫০

করোনার দ্বিতীয় ঢেউ সামলে উঠছে ভারত। ধীর গতিতে স্বাভাবিক হওয়া শুরু করছে দেশটি। কয়েক রাজ্যে শিথিল হয়েছে করোনাবিধি। এ সুযোগ লুফে নিতে চাইছেন একাধিক পরিচালক-প্রযোজক। সে তালিকায় শীর্ষে আছেন শাহরুখ খান।

শাহরুখ খান আপাতত ব্যস্ত তার পরবর্তী সিনেমা ‘পাঠান’ নিয়ে। এরই মধ্যে সিনেমার শুটিং শুরু হয়েছিল। কিন্তু করোনার কারণে মাঝপথে বন্ধ হয়ে যায় এ সিনেমার কাজ। এবার দেশের বাইরে সিনেমার কিছু অংশের চিত্রায়ণ সাড়ার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় সূত্রে জানা গেছে, ইউরোপের বিভিন্ন অঞ্চলে সিনেমাটির লোকেশন নির্ধারণ করা হয়েছে। তাই আপাতত মুম্বাইকে বিদায় জানাচ্ছেন শাহরুখ খান। এ সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন সালমান খান। প্রয়োজন হলে তাকেও নেওয়া হবে ইউরোপে।

এদিকে শুধু সিনেমাই নয়, বিকল্প পথে বেশ কিছু টেলিভিশন শোয়ের শুটিং করার কথা ভাবছেন সংশ্লিষ্টরা। মুম্বাইয়ে এই মুহূর্তে বড় রিয়েলিটি শোগুলোর কাজ করা বিপজ্জনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই বিকল্প হিসেবে বিদেশের কথা ভাবছেন অনেকে।

‘ইন্ডিয়ান আইডল’ এবারের আসরের চিত্রায়ণ চলছে দামানে। অন্যদিকে, ‘দ্য কপিল শর্মা শো’ এর চিত্রায়ণ বিদেশে করার কথা ভাবছেন কপিল শর্মা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]