22443

04/05/2025 কবে মা হচ্ছেন ক্যাটরিনা— মুখ খুললেন ভিকি কৌশল

কবে মা হচ্ছেন ক্যাটরিনা— মুখ খুললেন ভিকি কৌশল

বিনোদন ডেস্ক

২৯ জুন ২০২৪ ১২:০৯

এর আগে একাধিকবার ক্যাটরিনা কাইফের মা হওয়া নিয়ে গুঞ্জন উঠেছে। কদিন আগেও ডানা মেলেছিল একই গুঞ্জন। এবার এ নায়িকার মা হওয়া নিয়ে মুখ খুললেন তার স্বামী ভিকি কৌশল। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ভিকি ও তৃপ্তি দিমরির নতুন ছবি ‘ব্যাড নিউজ’-এর ট্রেলার। এই ছবির প্রচারে এসে ক্যাটরিনার মা হওয়া নিয়ে কথা বলেন ভিকি। সাংবাদিকদের প্রশ্নে ভিকি কৌশল স্পষ্ট বলেন, ”আপাতত, তেমন কোনও খবর নেই। যেদিন সত্যিই বাবা হওয়ার আভাস পাবো, আপনাদের সবার আগে জানাব। কথা দিলাম।”

কদিন আগে লন্ডনের রাস্তায় স্বামী ভিকি কৌশলের হাত ধরে ঘুরতে দেখা যায় ক্যাটকে। অভিনেত্রী এমন করে ওভারকোট পরেছিলেন যাতে তার শরীর প্রায় ঢেকে যায়। ভিকির পরনে ছিল ব্লু ডেনিম। সামনে থেকে দ্রুত এক ব্যক্তি হেঁটে আসছিলেন। তার গতি দেখে সতর্ক হন অভিনেতা। হাত দিয়ে আলতো করে ক্যাটরিনাকে আগলে নেন।

তা দেখেই অনেকের ধরে নেন অন্তঃসত্ত্বা ক্যাটরিনা। সন্তান প্রসব করতেই উড়ে গেছেন লন্ডন। কেননা তার জন্মস্থানও সেখানে। সেকারণেই নেটাগরিকরা ভাবছিলেন হয়তো নিজের জন্মস্থানেই স্বাগত জানাবেন নতুন অতিথিকে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]