22473

06/28/2025 কাবো ভার্দের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশি দূতের পরিচয়পত্র পেশ

কাবো ভার্দের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশি দূতের পরিচয়পত্র পেশ

নিজস্ব প্রতিবেদক

২৯ জুন ২০২৪ ১৭:১৪

পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ কাবো ভার্দের রাষ্ট্রপতি জোসে মারিয়া পেরেইরা নেভেসের কাছে অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে তার পরিচয়পত্র পেশ করেন।

বৃহস্প‌তিবার (২৭ জুন) কাবো ভার্দের রাজধানী প্রাইয়াতে দেশটির রাষ্ট্রপতির কা‌ছে প‌রিচয়পত্র পেশ ক‌রেন অনাবাসিক রাষ্ট্রদূত।

পরিচয়পত্র হস্তান্তরের পর কাবো ভার্দের রাষ্ট্রপতি ও বাংলাদেশের রাষ্ট্রদূতের মধ্যে একটি সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় রাষ্ট্রপতি তার দেশে বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশের জন্য রাষ্ট্রদূত রেজিনা আহমেদকে অভিনন্দন জানান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]