22568

07/07/2024 চালু হলো আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট

চালু হলো আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট

নিজস্ব প্রতিবেদক

১ জুলাই ২০২৪ ১৩:৪৬

ভারতের ঝাড়খণ্ডের আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (১ জুলাই) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মুখপাত্র শামীম হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার সকাল ৮টা নাগাদ একটি ইউনিট উৎপাদনে ফিরেছে। যা থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

কারিগরি ত্রুটির কারণে শুক্রবার (২৮ জুন) সকালে ১৪৯৬ মেগাওয়াট কয়লাভিত্তিক আদানি গ্রুপের কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

পিডিবি কর্মকর্তারা জানিয়েছেন, প্ল্যান্টের সার্কুলেটিং ওয়াটার পাম্পের একটি ভাল্বে ফুটো পাওয়া গিয়েছিল, যার কারণে তারা জোর করে কারখানার ইউনিটটি বন্ধ করে দেন।

অন্যদিকে ঈদের ছুটিতে কেন্দ্রটির আরেকটি ইউনিট নিয়মিত রক্ষণাবেক্ষণে গেছে, যা চলতি সপ্তাহে উৎপাদনে ফিরবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]