22709

04/04/2025 সংবাদ সম্মেলন বাতিল করলেন ওবায়দুল কাদের

সংবাদ সম্মেলন বাতিল করলেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

৪ জুলাই ২০২৪ ১৩:১৪

সংবাদ সম্মেলন বাতিল করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খানের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এক বার্তায় বলেন, ‘আজ ৪ জুলাই, বিকেল সাড়ে ৪টায় ধানমন্ডির বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।’

পরে দুপুরে পৃথক এক বার্তায় সায়েম খান বলেন, অনিবার্য কারণবশত বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির আজকের সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালনকারী শিক্ষক নেতাদের সঙ্গে সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আজকের বৈঠকও স্থগিত করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]