22813

04/03/2025 ৩০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

৩০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক

৭ জুলাই ২০২৪ ১৫:৪৫

বিদ্যুৎচালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল চলাচল ৩০ মিনিটের জন্য বন্ধ ছিল বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিএল)।

রোববার (৭ জুলাই) দুপুরে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

ডিএমটিসিএল প্রথমে জানিয়েছে, 'দুপুর ১৪:২৭ মিনিট (২টা ২৭) থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। পরবর্তীতে চালু হলে জানানো হবে।'

এর ঠিক ৩০ মিনিট পরে প্রতিষ্ঠানটি জানায়, 'বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ায় মেট্রোরেল নিয়মিত চলাচল শুরু করেছে।'

এদিকে তাদের পোস্টের নিচে বেশকিছু মন্তব্য করেছেন ব্যবহারকারীরা। তাদের একজন মাহি উদ্দিন লিখেছেন, 'নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থার কি হয়েছে?', মো শহিদুল ইসলাম লিখেছেন, 'সেই সময় আমি ছিলাম ট্রেনের ভিতর অনেক ভোগান্তি পোহাতে হয়েছে'।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]