22897

03/13/2025 সিলেটে বন্যার মধ্যেই শুরু এইচএসসি পরীক্ষা

সিলেটে বন্যার মধ্যেই শুরু এইচএসসি পরীক্ষা

জেলা সংবাদদাতা, সিলেট

৯ জুলাই ২০২৪ ১০:৪৮

সিলেটে শিক্ষার্থী অভিভাকদের দাবি উপেক্ষা করে বন্যার মধ্যেই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে বোর্ডের অধীন ৮৭টি কেন্দ্রে শুরু হয় পরীক্ষা। অংশ নিচ্ছেন ৩০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮২ হাজার ৭৯৫ পরীক্ষার্থী।

সিলেট বোর্ডের চার জেলার মধ্যে সিলেট জেলা বন্যা কবলিত। জেলা প্রশাসন জানিয়েছে, জেলার পাঁচ লাখের বেশি মানুষ বন্যায় আক্রান্ত। ২১৫ টি আশ্রয়কেন্দ্রে আশ্রিত ৯ হাজারের বেশি মানুষ।

এদিকে, কেন্দ্রে পানি থাকায় ইতোমধ্যে পরিবর্তন করা হয়েছে কিছু পরীক্ষাকেন্দ্র। কোথাও প্রবেশের রাস্তায় বালুর বস্তা ফেলা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃষ্টি ও পাহাড়ি ঢল কমায় নদ নদীর পানি কমলেও এখনও সিলেটে ৩টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি ৯৪ সেটিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।

এর আগে, দ্বিতীয় দফা বন্যার কারণে সিলেট বিভাগের এইচএসসি, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]