22940

09/17/2024 কোটা বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মশাল মিছিল

কোটা বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মশাল মিছিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

৯ জুলাই ২০২৪ ২০:০০

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে প্রায় চার ঘন্টা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেল ৩ টায় মহাসড়ক অবরোধের মধ্য দিয়ে বাংলা ব্লকড এর দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয়। সন্ধ্যা ৭ টায় মশাল মিছিল দিয়ে কর্মসূচি শেষ করে শিক্ষার্থীরা। এ দিকে আগামীকাল বুধবার সারাদিন মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালনের ঘোষনা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

উল্লেখ্য গত ০৫ মে সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মুক্তিযোদ্ধাসহ অন্য কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেছেন উচ্চ আদালত। ফলে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]