2308

05/19/2024 রাশিয়ার টিকা তৈরি হবে ভারতে, প্রস্তুত সেরাম

রাশিয়ার টিকা তৈরি হবে ভারতে, প্রস্তুত সেরাম

স্বাস্থ্য ডেস্ক

৫ জুন ২০২১ ১৮:৪৪

ভারতে রাশিয়ার স্পুটনিক-ভি টিকা তৈরির জন্য সেরাম ইনস্টিটিউটকে অনুমতি দেওয়া হয়েছে। ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার এই অনুমতির মাধ্যমে সেরাম ইনস্টিটিউট স্পুটনিক ভ্যাকসিন পরীক্ষা ও উৎপাদন করতে পারবে। কিন্তু এখনই বিক্রি করতে পারবে না। পুণের কারখানায় এ টিকার পরীক্ষা, বিশ্লেষণের পর উৎপাদন করবে আদর পুনাওয়ালার সেরাম। খবর এনডিটিভির।

রাশিয়ার 'গামালেয়া রিসার্চ ইন্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির সঙ্গে যৌথ ভাবে স্পুটনিক টিকা তৈরি করবে সেরাম।

সেরামের মুখপাত্র জানিয়েছেন, স্পুটনিক-ভি তৈরির জন্য প্রাথমিক অনুমোদন পেয়েছি। তবে বাণিজ্যিক উৎপাদনের জন্য অনেক মাস লাগবে। এই সময়ের মধ্যে কোভিশিল্ড ও কোভোভ্যাক্সই আমাদের অগ্রাধিকার।

বৃহস্পতিবার (০৩ জুন) আবেদন করেছিল সেরাম। তাদের ৪টি শর্তে অনুমোদন দিয়েছে ওষুধ সংস্থা। গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির সঙ্গে সেল ব্যাংক ও ভাইরাস স্টক এবং প্রযুক্তি হস্তান্তরের চুক্তিপত্র জমা দিতে হবে। সেল ব্যাংক ও ভাইরাস স্টকের আমদানি ছাড়পত্রও দেখাতে হবে সেরামকে।

শুক্রবার (০৪ জুন) ভারতে করোনায় আরও প্রায় সাড়ে তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ২১ হাজারের বেশি মানুষ।

এর মাধ্যমে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ছাড়াল। তবে অব্যাহত টিকা কার্যক্রম এবং সংক্রমিত এলাকায় কঠোর লকডাউনের কারণে খুব দ্রুতই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রয়ণে আসবে বলে আশা ভারতীয় কর্তৃপক্ষের।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]