23110

09/17/2024 শাকিরার গানের জন্য ফাইনালে লম্বা বিরতি, ক্ষুব্ধ কলম্বিয়া কোচ

শাকিরার গানের জন্য ফাইনালে লম্বা বিরতি, ক্ষুব্ধ কলম্বিয়া কোচ

ক্রীড়া ডেস্ক

১৪ জুলাই ২০২৪ ১২:৪৯

প্রথমবারের মতো কোপা আমেরিকায় প্রথমার্ধের বিরতিতে ‘হাফটাইম শো’ আয়োজন করতে যাচ্ছে। যে কারণে আর্জেন্টিনা-কলম্বিয়ার ফাইনালে বিরতি থাকবে ২৫ মিনিট দৈর্ঘ্যের। যদিও অন্য সময়ে হাফটাইমের বিরতি ১৫ মিনিটের হয়ে থাকে। ফাইনালে লম্বা বিরতি থাকায় কিছুটা নাখোশ কলম্বিয়ার কোচ নেস্তোর লোরেঞ্জো। যদিও পরে তিনি কলম্বিয়ান পপ তারকা শাকিরার প্রশংসা করেছেন।

ইতোমধ্যে তিনটি ফুটবল বিশ্বকাপ ও যুক্তরাষ্ট্রের জনপ্রিয় প্রতিযোগিতা ‘সুপার বোল’–এ পারফর্ম করেছেন শাকিরা। এবার অবশ্য তার আবেগ কিছুটা বেশিই থাকবে। কারণ ফাইনালে যে অন্যতম প্রতিযোগী তার দেশ কলম্বিয়া। ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপের ফাইনালেও সঙ্গীত পরিবেশন করেছিলেন শাকিরা, সেই ম্যাচে আলেজান্দ্রো সাবেলার আর্জেন্টিনা ১-০ গোলে জার্মানদের কাছে হেরে হৃদয় ভাঙে। এবার মায়ামির হার্ডরক স্টেডিয়ামে আরেকটি মঞ্চ প্রস্তুত শাকিরার জন্য। যেখানে সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া।

লাতিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল জানিয়েছে, কোপা আমেরিকার জমজমাট ইতি টানার লক্ষ্যে মাঠে উপস্থিত দর্শকদের জন্য শাকিরার গানের আয়োজন করা হয়েছে। ম্যাচের মাঝবিরতিতে ২০ মিনিট গান গাইবেন কলম্বিয়ার তারকাশিল্পী। সবমিলিয়ে দ্বিতীয়ার্ধের আগে বিরতি থাকবে ২৫ মিনিট। যা নিয়ে মোটেও খুশি নন কলম্বিয়ার আর্জেন্টাইন কোচ লোরেঞ্জো। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ নিয়ে তিনি ক্ষোভও প্রকাশ করেন।

কলম্বিয়া কোচ বলেন, ‘আমি জানি না কেন হাফটাইমের বিরতি শুধুমাত্র কনসার্টের বাড়িয়ে দেওয়া হবে। আমি বুঝতে পারছি যে খেলোয়াড় ২০-২৫ মিনিটের বিরতি পাচ্ছে, কিন্তু ততক্ষণে তাদের শরীরের উষ্ণ ভাবটা চলে যাবে। আবার পিচ কিংবা নিয়ম যদি পরিবর্তন হয়ে যায়, সেটিও খেলার প্রভাব ফেলবে। আমার মতে, অন্য যে কোনো ম্যাচের মতোই হওয়া উচিত, নিয়ম অনুযায়ী ১৫ মিনিটের বিরতি।’

অবশ্য কোচের এমন ক্ষোভের পেছনে যুক্তিও আছে। এর আগে গ্রুপপর্বে খেলার বিরতিতে দেরি করে নামার কারণে এক ম্যাচ করে নিষেধাজ্ঞা পেয়েছিলেন চারটি দলের কোচ। যেখানে কলম্বিয়া কোচ লোরেঞ্জো এবং আর্জেন্টিনার লিওনেল স্কালোনিও আছেন। সে বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে লোরেঞ্জো বলেন, ‘যদি আমরা ১৬তম মিনিটে মাঠে ঢুকি, আমাদের জরিমানা করা হয়। অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ফাইনালে ২০-২৫ মিনিট পরে নামতে হবে। আমি বিষয়টি বুঝলাম না।’

অবশ্য খেলার মাঝে লম্বা বিরতির জন্য ক্ষোভ প্রকাশ করলেও, শাকিরার প্রশংসা করেছেন কলম্বিয়া কোচ লোরেঞ্জো, ‘(শাকিরার) গানের আয়োজনের ব্যাপারে বলব, আশা করি, সবাই উপভোগ করবে। শাকিরা চমৎকার শিল্পী। গানের ব্যাপারে আজকেই আমি জানতে পারলাম।’

এর আগে ফাইনালের মাঝামাঝিতে হতে যাওয়া এই কনসার্ট নিয়ে কনমেবলের সভাপতি আলেজান্দ্রো ডমিঙ্গোজ বলেছেন, ‘শাকিরা দক্ষিণ আফ্রিকান দুর্দান্ত এক সঙ্গীত তারকা, যার খ্যাতি রয়েছে পুরো বিশ্বে। বিশ্বের প্রতিটি প্রান্তে তার গান গাওয়া হয়, নাচেও ব্যবহৃত হয় তাল মিলিয়ে। এমন শিল্প কোনো সীমানায় আবদ্ধ থাকে না, আন্দোলিত করে মিলিয়ন মানুষকে। আমরা নিশ্চিত যে কোপা আমেরিকার ২০২৪ আসরে তার এমন উপস্থিতি ফুটবলের প্রতি মানুষের সুস্থ আবেগ ও এর মাধ্যমে ঐক্যের বার্তা দেবে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]